Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

ফরিদপুর জেলার মধুখালী উপজেলা পরিষদ ভবন এর ২য় তলায় উপজেলা নির্বাহী অফিসের দক্ষিণ পাশে অবস্থিত। এখানে একজন কর্মকর্তা   (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ) ও দুই জন কর্মচারী আছেন। উক্ত দপ্তরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় (১) অতিদরিদ্রদের জন্য কর্ম সংস্থান কর্মসূচি (ইজিপিপি), (২) টি . আর, (৩) কাবিখা, (৪) ভি জি এফ, (৫) জি. আর কর্মসূচির কাজ পরিচালনা করা হয়।

 

       এছাড়া  “গ্রমীণ রাস্তায় ১৫ মি: দেঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ” প্রকল্পের আওতায় সেতু ও কালভার্ট নির্মাণ ও গ্রামীণ রাস্তা টেকশই করণের লক্ষে রাস্তা এইচবিবি করণ এর কাজ করা হয়ে থাকে। এবং দুর্যোগে জরুরী সারাদান কেন্দ্র স্থাপনের মাধ্যেমে দুর্যোগের তথ্য উপাত্ত সংগ্রহ করা দুর্যোগের পূর্বে সচেতনতা মূলক প্রচারণা ও দুর্যোগ পরাবর্তী দুর্যোগ প্রশোমন নিশ্চিত কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে।

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যেমে গ্রামীণ জনগোষ্ঠির দুর্যোগ ঝুঁকিহ্রস, অবকাঠামোগত টেকশই উন্নয়ন, জীবন যাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক গতিশিলতা বৃদ্ধি তথা জনসাধারণের জান ও মালের নিরাপাত্তা বিধান করা এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারকে সহোযোগিতা করা।